Five Hostelites(in Bangla)
বন্ধু চল …………যাই ফিরে হাত ধরে……….. সেই দেশে কল্পনার সেই প্রজাপতি মেলুক ডানা আবার নতুন করে স্বপ্নের দেশ থেকে প্রজাপতির ডানায় ভর করে ফিরে এলাম বাস্তবে. জানি আর ফিরবে না ফেলে আসা ময়ূরের মত পেখম খুলে নাচার দিনগুলি, ফিরে আসবেনা হোস্টেলে সেমিস্টারের আগে রাত জেগে পড়ার দিনগুলো বা সেমিস্টার এর পরের সিনেমা দেখে রাতজাগা দিনগুলি,…